পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের উত্তর সমুরা গাউছিয়া তাহেরীয়া এবতেদায়ী সুন্নিয়া মাদ্রাসার ৫ম বার্ষিক সভা ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল গতকাল শুক্রবার মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ১ম অধিবেশনে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ইঞ্জিনিয়ার মো. জয়নাল আলম মল্ল। প্রধান অতিথি ছিলেন ধলঘাট স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আবুল বশর চৌধুরী। মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেলিশহর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম মেম্বার, নাছির উদ্দিন সও., শফিউল আলম বাদশা মেম্বার, হুমায়ন কবির, আশরাফুল আলম বাবু, আ’লীগ নেতা শহিদুল আলম মল্ল, মাসুদ মেম্বার, শহিদুল ইসলাম মেম্বার। ২য় অধিবেশনে সন্ধ্যা ৭টায় মিলাদ মাহফিলে মাওলানা মুনিরুজ্জমান আলকাদেরী, মাওলানা জয়নুল আবেদীন আলকাদেরী, সেকান্দর হোসেন কাদেরী, শাহেদুল আলম কুতুবী, জাফর আহম্মদ আলকাদেরী প্রমুখ বক্তব্য রাখেন।