বোধনের কবিতায় কথা কই

| শনিবার , ৩০ জানুয়ারি, ২০২১ at ৭:১০ পূর্বাহ্ণ

নগরীর থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম মিলনায়তনে গতকাল শুক্রবার বোধনের নিয়মিত আবৃত্তি চর্চার আয়োজন কবিতায় কথা কই অনুষ্ঠিত হয়ে গেল। এতে বোধনের বড় ও ছোটদের বিভাগের শতাধিক আবৃত্তিশিল্পী অংশ নেন। বোধনের আবৃত্তি কর্মীদের নিয়মিত আবৃত্তিচর্চাকে এগিয়ে নিতে কবিতায় কথা কই শীর্ষক একটি সাপ্তাহিক আবৃত্তিসভা শুরু হয়। আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত আয়োজনটি উৎসর্গ করা হয়। শুরুতে অনুষ্ঠানের প্রারম্ভিকতা তুলে ধরেন বোধনের সহ-সভাপতি সুবর্ণা চৌধুরী ও সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ। সঞ্চালনায় ছিলেন পল্লব গুপ্ত ও শ্রেয়সী স্রোতস্বিনী। বোধনের বড়দের ও ছোটদের বিভাগের আবৃত্তিশিল্পীরা অংশগ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে অনলাইনেও বোধন সদস্যরা অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর সমুরা গাউছিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার সভা
পরবর্তী নিবন্ধকল্পিত স্বর্গ বনাম পাথরে লেখা অধঃপতনের চিত্র