ভারতের উত্তর প্রদেশে দলবেঁধে ধর্ষণের পর দলিত এক তরুণীর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে সৃষ্ট ক্ষোভের মধ্যে ওই রাজ্যে ফের আরেক দলিত তরুণী ধর্ষণ, নির্যাতনে মারা গেছেন। প্রথম ঘটনাটি ঘটেছিল রাজ্যটির হাথরাসে আর দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ৫০০ কিলোমিটার দূরের বলরামপুরে। মঙ্গলবার সন্ধ্যায় বলরামপুরে ২২ বছর বয়সী ওই তরুণীকে দলবেঁধে ধর্ষণ ও নির্যাতনের পর গুরুতর আহত অবস্থায় দেড়শ কিলোমিটার দূরের লখনউয়ের হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে তার মৃত্যু হয়, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
এ ঘটনার দুই অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দলিত এই তরুণী একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। সন্ধ্যা হয়ে যাওয়ার পরও ফিরে না আসায় এবং মোবাইলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তার পরিবার পুলিশের কাছে অভিযোগ জানায়। কাজে যাওয়ার পথেই তাকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তার মা। পরে অনেক রাতে রিঙায় মেয়েকে বাড়ি ফিরতে দেখেন তারা।