চরম খাদ্য সংকটের সঙ্গে লড়তে থাকা উত্তর কোরিয়ায় কোভিড আক্রান্তের ঢেউয়ের মধ্যেই পশ্চিমাঞ্চলে আরেক অজানা সংক্রামক রোগের প্রাদুর্ভাব ঘটেছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার প্রধান কৃষি অঞ্চলে ওই রোগ ছড়িয়ে পড়ার খবর দেয়। খবরে বলা হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বুধবার পশ্চিমের বন্দর নগরী হায়েজুতে চিকিৎসক দল পাঠিয়েছেন। তারা সেখানে তীব্র অন্ত্রের মহামারিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেবেন। খবর বিডিনিউজের।
সেখানে কতজন ওই রোগে আক্রান্ত হয়েছেন সে বিষয়ে কেসিএনএ-র খবরে কিছু বলা হয়নি। এমনকী সেটি কী রোগ তাও বলা হয়নি। তবে দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, খুব সম্ভবত সেখানে কলেরা বা টাইফয়েডের প্রাদুর্ভাব হয়েছে। দক্ষিণ কোরিয়া সরকার বিষয়টি গভীর মনযোগের সঙ্গে নজরদারি করছে বলেও জানান তিনি। বিশ্ব যখন কোভিড-১৯ মহামারীর সঙ্গে লড়াই করছিল তখন উত্তর কোরিয়া বারবার বলেছে সেখানে করোনাভাইরাস ছড়ায়নি। তবে গত মাসে দেশটির কর্মকর্তারা সেখানে কোভিড ছড়িয়ে পড়ার কথা স্বীকার করেন। সে সময় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। কোভিড টিকা এখন হাতের নাগালে। কিন্তু বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ায় কোভিড টিকা এবং ওষুধের অভাব নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। উত্তর কোরিয়া কর্তৃপক্ষ দেশটিতে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ার কথা স্বীকার করার আগেই দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা সেখানে টাইফয়েডের মত পানিবাহিত সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার কথা জানিয়েছিল। ওই রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দক্ষিণ কোরিয়া থেকে সাহায্যের প্রস্তাব দেওয়া হলেও পিয়ংইয়ং থেকে এখন পর্যন্ত কোনও জবাব দেওয়া হয়নি। এমনকি সিউল প্রতিবেশী দেশটিকে কোভিডের টিকা দেওয়ারও প্রস্তাব দিয়েছিল।