উখিয়ায় আগ্নেয়াস্ত্রসহ দুই পাচারকারী আটক

উখিয়া প্রতিনিধি | সোমবার , ২৯ মে, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ

উখিয়ায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র গোলাবারুদসহ দুই অস্ত্র পাচারকারীকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। কুতুপালং বাজার হতে গত শনিবার দিবাগত রাতে এ দুজনকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে কক্সবাজারের রামুর ঈদগড়ের শাকের আহমদের ছেলে মো. জাবের (২০) ও কুতুপালং ক্যাম্প৪ এর মৃত নুরুল হকের ছেলে নুরুল আমিন (২০)। গতকাল রোববার সন্ধ্যায় উখিয়া থানা কম্পাউন্ডে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।

এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১টার দিকে কুতুপালং বাজারে অভিযান চালিয়ে এ দুজনকে আটক করা হয়। এসময় তাদের থেকে একটি ওয়ানশুটারগান ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করার স্বীকার করে বলে জানান তিনি। ব্রিফিংকালে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী সহ থানার বিভিন্ন পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।