চীন যখন জিনজিয়াং অঞ্চলে চলমান মানবাধিকার লঙ্ঘনের সংবাদ অস্বীকার করছে, তখন আরেকটি বিষয় সামনে এসেছে। চীন এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে উইগুর ভাষায় শিক্ষা প্রদান বন্ধ করে দিয়েছে। খবর বাংলানিউজের।
কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রেডিও ফ্রি এশিয়া (আরএফএ) জানিয়েছে, উত্তর-পশ্চিম চীনের জিনজিয়াংয়ে উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের (জুয়ার) কেপলিন কাউন্টি আর ছাত্রদের উইগুর ভাষায় শিক্ষা প্রদান করে না, যদিও সেখানে উইগুর জনসংখ্যা অনেক বেশি। তাছাড়া জাতীয় আইন অনুযায়ী সংখ্যালঘুদের দ্বিভাষিক শিক্ষার অধিকার আছে।
স্কুলের একজন প্রশাসক আরএফএকে জানিয়েছেন, কেলপিনের স্কুলগুলো আর উইগুর ভাষা শেখায় না।
কেলপিন কাউন্টির একজন উইগুর ব্যক্তির একটি অডিও রেকর্ডিং আরএফএর কাছে এসেছে। ওই ব্যক্তি নাম প্রকাশ না করার জন্য অনুরোধ জানিয়েছেন। ওই অডিও রেকর্ড অনুসারে তিনি নিজ শহরে শিক্ষা ব্যুরোর কাছে একটি ফোন করেন এবং তার প্রতিবেশীদের সন্তানদের কীভাবে রাখা হবে সে সম্পর্কে তথ্য চেয়েছেন।