শখের কাছে বন্দী শিকড়। দায়িত্বের কাছে অদৃশ্য দৃষ্টিপট। মধ্যবিত্তের হয় এমন যন্ত্রণা। টানাটানি নিয়ে মাথা গরম – কিন্তু নিরুপায়। মনকে বৃক্ষের সাথে বেঁধে পরিবেশকে খুঁজে ধীরে পায়ে পদ চলছি। পর্যাপ্ত ধারায় নিখোঁজ আমি। বর্তমান সময়ে নিত্য পণ্যের আগুন ছোঁয়া দামে মুষড়ে পড়ি। রমজানের পবিত্র ক্ষণে পদ চলতে হোঁচট খাচ্ছে সর্বসাধারণ। বিশেষত নিম্ন ও মধ্যবিত্ত যেন মরে মরে জীবন কে গিলে খাচ্ছে। আর পবিত্রতাকে ধরে স্বস্তির টেকুড় তুলছে। হায়রে জীবন! হায়রে ভালোবাসা! কেনাকাটার তুমুল ধুম পড়া সময়ে চুপ করে আছে হাজারো জনগোষ্ঠী, অনেক নিঃসৃত দুঃখী মানুষ। যারা অন্ন জোগানে ব্যতিব্যস্ত, তাদের জীবনে কি সুখ বা ঈদ আসে? আমরা দেখেও না দেখার স্রোতে হেঁটে চলছি, এই যেন স্বপ্নের বৈপরীত্যে নন্দিত নরক। তাই বলি, তাঁরা বাচুক, সবাই বাচুক। ঈদ হোক আনন্দের, ঈদ হোক মহত্বের দরাজ, ঈদ মোবারক।