ঈদের দিন কি বৃষ্টি হবে?

| মঙ্গলবার , ২৭ জুন, ২০২৩ at ৯:৩১ পূর্বাহ্ণ

দেশের প্রায় সব জায়গায় গত কয়েকদিন ধরেই কমবেশি বৃষ্টি ঝরছে। আষাঢ়ের মাঝখানে এবার কোরবানির ঈদ পড়ায় সবারই কৌতূহলসেদিনও কি এমন বৃষ্টি হবে?

গতকাল সোমবার বিকাল ৫টায় আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, ঈদের দিন সারাদেশেই কমবেশি বৃষ্টি থাকবে। তবে দেশের মধ্যাঞ্চল, অর্থাৎ ঢাকা ও তার আশেপাশের অঞ্চলযেমন ফরিদপুর, পাবনা, কুমিল্লা এসব এলাকায় বৃষ্টির পরিমাণটা বেশি হবে। উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টি কম থাকবে। খবর বিডিনিউজের।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারের টেকনাফে। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ ৭২ মিলিমিটার। এ সময় সবচেয়ে বেশি ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে উত্তরপূর্বাঞ্চলীয় জেলা সিলেটে।

ঈদে বৃষ্টির পাশাপাশি গরমও থাকবে কিনা, এ প্রশ্নের উত্তরে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ঈদের দিন দেশের কোথাও অস্বাভাবিক তাপমাত্রা থাকবে না।

পূর্ববর্তী নিবন্ধড্রিল মেশিনে দেয়াল ভেঙে উদ্ধার হলো নালায় পড়া গরু
পরবর্তী নিবন্ধবাড়ির পানে ছুটছে মানুষ ফাঁকা হচ্ছে নগরী