ড্রিল মেশিনে দেয়াল ভেঙে উদ্ধার হলো নালায় পড়া গরু

বিষণ্ন ক্রেতার মুখে ফুটল হাসি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ জুন, ২০২৩ at ৯:৩০ পূর্বাহ্ণ

প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সরু নালায় পড়ে যাওয়া কোরবানির জন্য কেনা একটি গরু উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এক্ষেত্রে প্রথমে নালার এক পাশের মাটি সরিয়ে ফেলা হয়। এরপর ড্রিল মেশিন দিয়ে নালার একটি দেয়াল ভেঙে উদ্ধার করা হয় গরুটি। গতকাল বিকেলে সাড়ে ৩টার দিকে নগরের চান্দগাঁও আবাসিক এলাকার ১২ নম্বর সড়কে এ ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, কোরবানির জন্য গরুটি কিনেন চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের বাসিন্দা ওমর বিন ওসমান। গতকাল চরানোর জন্য গরুটি তিনি আবাসিক এলাকার মাঠে নিয়ে যান। এ মাঠে আরো অনেক গরু ছিল। তবে ওসমানের গরুটি এক পর্যায়ের মাঠের পাশে নালায় পড়ে যায়। এ সময় বেশ কিছুক্ষণ চেষ্টা করেও গরুটি উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম সূত্র জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর গরুটি উদ্ধার করা হয়। গরু নালায় পড়ে যাওয়ায় কিছুটা ভেঙে পড়েন ওসমান। উদ্ধারের পর হাসি ফুটে তার মুখে।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় আসছেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া
পরবর্তী নিবন্ধঈদের দিন কি বৃষ্টি হবে?