ঈদের খুশিতে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহবান

| শুক্রবার , ২৯ এপ্রিল, ২০২২ at ৮:২৭ পূর্বাহ্ণ

হাসিএকটা অমূল্য সম্পদ। একজন মানুষ কতটা সুখদু:খ কিংবা স্বাচ্ছন্দে বসবাস করে তা কেবল তাঁর হাসি দেখলেই অনুমান করা যায়। হাসি অনেক প্রকার হয়ে থাকে। তবে আনন্দের হাসি হচ্ছে সবচেয়ে ফলপ্রসূ। মাহে রমযান শেষ পর্যায়ের দিকে। কেউ হয়ত হাজার টাকার শপিং করেও প্রশান্তি অনুভব করতে পারছে না। আবার কেউ হয়ত ছেঁড়া লুঙ্গি, পাঞ্জাবি পড়ে ঈদ কাটিয়ে দিবে। হয়ত কারও কাছে অভিযোগ করবে না। কারণটা হয়তো তিনি কারও কাছে বলতে চাইলেও সম্মানের কারণে থমকে দাঁড়ায়। ঈদ মুসলমানদের জন্য একটা আনন্দের দিন। সেদিন ধনী গরীব সবাই এক সাথে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করে ঘরে ফিরে আসে। কেউ হয়ত মনের আনন্দে হাসে, আবার কেউ কষ্টের আড়ালে হাসে। পবিত্র ঈদের দিন যেন সবাই সুন্দর ভাবে হাসি খুশি মনে ঈদগাহে যেতে পারে। সেজন্য সমাজে যারা অর্থবান লোক রয়েছে তাঁদের দায়িত্ব এবং কর্তব্য হলো, পথশিশু, অসহায়, মিসকিন, বিধবা, ইয়াতিমসহ যারা আর্থিক কষ্টে ভুগছে, চোখের লজ্জায় কাউকে কিছু বলতে পারছে না, আমাদের মধ্যে যারা অর্থবান লোক রয়েছে, তাঁদের কাছে এমন সব ব্যক্তির পাশে দাঁড়ানো আকুল আবেদন করছি। এতে করে সমাজে ভেদাভেদ দূর হয়ে যাবে। ধনী গরীব সবাই একসাথে বসবাস করতে পারবে। পরিশেষে ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিতে পারবে।

মো. আব্দুল করিম গাজী

শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ। ইংরেজী বিভাগ।

পূর্ববর্তী নিবন্ধআলফ্রেড হিচকক : এক বিস্ময়কর চলচ্চিত্রকার
পরবর্তী নিবন্ধঈদের হাসি যেন বিষাদে পরিণত না হয়