ঈদুল ফিতর উৎসব পারভীন আকতার | সোমবার , ৮ এপ্রিল, ২০২৪ at ৬:২১ পূর্বাহ্ণ ঈদ এসেছে ঈদ এসেছে কইরে তোরা কই? আপন পর এক করিয়ে ঈদ খুশিতে রই। গরীর দুঃখী সঙ্গে নিয়ে কাটাবো এ দিন, ঈদ উৎসবে সবাই যেন খুশিতে রঙিন। এসো সবাই দলে দলে আনন্দে মাতি, ঈদুল ফিতর বিশ্ব মাঝে ভাতৃত্বের সাথী।