ঈদবস্ত্র বিতরণ করলেন সাবেক মেয়র মনজুর আলম

| সোমবার , ১ এপ্রিল, ২০২৪ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম গতকাল ২০ রমজান হযরত আলীর (রা.) ওফাত দিবস ও হযরত মুহাম্মদ (.) এর মক্কা বিজয় দিবসে খতমে কোরআন, দোয়া মাহফিল, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করেন। সাবেক মেয়রের এইচ এম ভবন অডিটরিয়ামে এবং ঢাকা মাতুয়াইল মাহবুবা মঞ্জিলে এ সব কর্মসূচি পালিত হয়। ইফতার পূর্ব আলোচনায় সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, শেরে খোদা হযরত আলী (রা.) অসীম সাহসী ও ধৈর্য্যের প্রতীক ছিলেন। ঘাতকচক্র তাকে পবিত্র রমজান মাসে শহীদ করে ইসলামের বিজয় ঠেকাতে চেয়ে ব্যর্থ হয়। তিনি মক্কা বিজয় প্রসঙ্গে বলেন, ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিজয় হয় ২০ রমজান। হযরত মুহাম্মদ (.) এর নেতৃত্বে ৮ম হিজরির ২০ রমজান মুসলিম বাহিনী ঐতিহাসিক মক্কা নগরী বিজয় করে। তিনি রমজান মাসের পবিত্রতা বজায় রেখে সকলকে সিয়াম সাধনার আহ্বান জানান। এ কর্মসূচিতে মোস্তফা হাকিম পরিবারের আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, খতিব মাওলানা ইউনুচ রজভী, মাওলানা আব্দুল মান্নানসহ অন্যরা আলোচনায় অংশ নেন। পরে মিলাদ, কেয়াম ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান। পরে ইফতারের সাথে তবারুকও বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে ফ্ল্যাটে গাঁজার ব্যবসা, ২৭ কেজিসহ দুইজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঅপরের মুখে হাসি ফোটানো অন্যরকম আনন্দ