সাতকানিয়ায় এক ইউপি সদস্যের স্ত্রীকে বসতঘর থেকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতের নাম শায়লা সাবরিন মিতু (৩৪)। এ সময় তার কাছ থেকে ১৮৩৩০ ইয়াবা ও ইয়াবা বিক্রির ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার মাদার্শা ইউনিয়নের সিকদার পাড়ায় অবস্থিত বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য উত্তর মাদার্শা সিকদার পাড়ার মোজাম্মেল হক ইকবালের বসতঘরে বিক্রির জন্য ইয়াবা মজুদ রাখা হয়েছে। গোপন সূত্রে জানতে পেরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ইউপি সদস্য মোজাম্মেল হক ইকবালের স্ত্রী শায়লা সাবরিন মিতুর কাছ থেকে ১৮৩৩০ ইয়াবা ও ইয়াবা বিক্রির ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর স্বামী মোজাম্মেল হক ইকবালের সহযোগিতায় বিভিন্ন সময়ে কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্রির কথা স্বীকার করেছে শায়লা। এ ঘটনায় সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত শায়লা সাবরিন মিতুকে র্যাব রোববার রাতে থানায় হস্তান্তর করেন। গতকাল সোমবার তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।