বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, দীর্ঘদিনের বিধ্বস্ত দেশকে পুনর্গঠন এবং আমাদের মাতৃভূমিকে ধর্মহীন করার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। পতিত আওয়ামী লীগ সরকার দেশের বিভিন্ন অঙ্গন থেকে ইসলামকে চিরতরে মুছে ফেলতে চেয়েছিল। আল্লাহ তায়ালা নিজস্ব রহমত দিয়ে তাঁর দ্বীনকে রক্ষা করেছেন। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রাম, ব্রিটিশবিরোধী আন্দোলন এবং বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আলেম–ওলামারা সর্বদা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছেন। আমাদেরকে ইসলামী মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনে অটুট থাকতে হবে। ইসলামী মূল্যবোধ নিয়ে এদেশে আর কোনদিন ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এখন সময় এসেছে সমস্ত অবিচার, দুর্নীতি ও জুলুমের বিচার দাবি করার।
চকবাজার থানা জামায়াতের উদ্যোগে গতকাল আয়োজিত ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চকবাজার থানা জামায়াতের আমীর আহমদ খালেদুল আনোয়ারের সভাতিত্বে দারুল উলুম আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ওলামা সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দারুল উলুম আলিয়া ও বায়তুশ শরফ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়্যেদ আবু নোমান। চকবাজার থানা জামায়াতের সেক্রেটারি আব্দুল হান্নানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন আইআইইউসির আরবী বিভাগের চেয়ারম্যান ড. মাওলানা মাহমুদুল হাসান, চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহসিন ভূঁইয়া, উপাধ্যক্ষ মাওলানা ওবায়েদুল্লাহ, বাকলিয়া ইসকপ জামে মসজিদের খতিব মাওলানা মমতাজুর রহমান, সলিমা সিরাজ মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হামেদ হাসান, মাওলানা আহমদুর রহমান নদভী, মাওলানা সেলিম জাহাঙ্গীর, মাওলানা হেলাল উদ্দিন, মহসিন আল হোসাইনী, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি তানজির হোসেন জুয়েল। আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ ইলিয়াস, এরশাদুল ইসলাম, মাওলানা খালেদ জামাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।