ইসরায়েলের হামলায় এবার হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নিহত

| মঙ্গলবার , ৯ জানুয়ারি, ২০২৪ at ১০:১৮ পূর্বাহ্ণ

লেবাননের দক্ষিণাঞ্চলে গতকাল সোমবার ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ফোর্সের একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই কর্মকর্তারা জানান, নিহত কমান্ডারের নাম উইসাম আলতাউইল। তিনি রাদওয়ান ফোর্সের একটি ইউনিটের উপ প্রধান ছিলেন। লেবাননের গ্রাম মাজদাল সেলমে গাড়িতে করে যাওয়ার সময় ইসরায়েল তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। হামলায় উইসাম আলতাউইল এবং আরেকজন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হন। খবর বিডিনিউজের।

একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, এটা খুবই বেদনাদায়ক হামলা। এখন আগুন জ্বলে উঠবে। হিজবুল্লাহর পক্ষ থেকেও তাদের জ্যেষ্ঠ কমান্ডার উইসাম আলতাউইলের নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে বলে জানায় বিবিসি।

মাত্র ছয়দিন আগে লেবাননের বৈরুত উপকণ্ঠে হামাসের একটি কার্যালয়ে ড্রোন হামলা চালিয়ে গাজার সশস্ত্র সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর উপ প্রধান সালেহ আলআরৌরিসহ চারজনকে হত্যা করে ইসরায়েল।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ১৫
পরবর্তী নিবন্ধপাকিস্তানে পোলিও সুরক্ষা দলকে লক্ষ্য করে বোমা হামলা, নিহত ৫