ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

| রবিবার , ৬ অক্টোবর, ২০২৪ at ৬:৪৬ পূর্বাহ্ণ

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় লেবাননে এ পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ১২৭ শিশু এবং ২৬১ জন নারী রয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, গতকাল শনিবার ভোরে বেকা গভর্নরেটের আলরাফিদ শহরে ইসরায়েলি বিমান হামলায় আলআবরার স্কুলের পরিচালক নিহত হয়েছেন। তাছাড়া বুর্জ আলবারজনেহ এলাকায় হামলা হয়েছে। খবর বাংলানিউজের।

ইসরায়েলি বিমান হামলায় বন্ধ হয়ে যাওয়া শুহুর এবং সারাইফা শহরের সঙ্গে সংযোগকারী একটি রাস্তা সচল করার জন্য কাজ করছে লেবানিজ সিভিল ডিফেন্স। ইসরায়েলি ড্রোনগুলি এখন বৈরুত এবং এর দক্ষিণ শহরতলির উপর দিয়ে কম উচ্চতায় উড়ছে। এদিকে উত্তর লেবাননের বেদদাউই শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি ড্রোন হামলায় হামাসের এক সামরিক কর্মকর্তা তার স্ত্রী ও দুই কন্যা নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার সকালে লেবানন থেকে উত্তর ইসরায়েলে উৎক্ষেপণ করা প্রায় পাঁচটি রকেট শনাক্ত করেছে। কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটকে দিলেও কিছু উন্মুক্ত এলাকায় আঘাত করেছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে বিক্ষোভ ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন, ইন্টারনেটসেবা বন্ধ
পরবর্তী নিবন্ধপথচারীর উপর পিকআপ, ফটিকছড়িতে স্কুল শিক্ষার্থীসহ আহত ৫