ইরানের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নিতে সৌদি বাদশাহর আহ্বান

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২০ at ৫:৪১ পূর্বাহ্ণ

ইরানের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সমপ্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। বৃহস্পতিবার দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে বিশ্ব সমপ্রদায়ের প্রতি এ আহ্বান জানান তিনি। এ সময় তেহরানের পারমাণবিক উন্নয়ন এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সূত্র : আল জাজিরা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম দলে নেই চট্টগ্রামের কোন ক্রিকেটার
পরবর্তী নিবন্ধলন্ডনে থানা ভেঙে ভেতরে গাড়ি, আটক ১