ইরাকের রাষ্ট্রদূতের সম্মানে সোলায়মান আলম শেঠের মধ্যাহ্ন ভোজ

| সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ৬:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত আবদুস সালাম সাদ্দাম মোহাইমসেনের সম্মানে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার অনারারী কনসুলার সোলায়মান আলম শেঠ নগরীর একটি হোটেলে গতকাল মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। এ সময় আবদুস সালাম সাদ্দাম মোহাইমসেন এবং সোলায়মান আলম শেঠ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ইরাকের রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে সামিল হবে বলে আশা প্রকাশ করেন।
সোলায়মান আলম শেঠ বাংলাদেশ এবং মুসলিম উম্মাহর পাশে থাকায় ইরাক সরকার ও জনগণকে ধন্যবাদ জানান। পরে উভয় নেতৃবৃন্দ এক মধ্যাহ্ন ভোজে অংশ নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার অনারারী কনসুলার আশিক ইমরান, বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব রুয়ান্ডার অনারারী কনসুলার মো. ইকবাল হোসেন, শাখাওয়াত হোসেন (এমইও ক্লাস-১) মেরিন ইঞ্জিনিয়ার যুক্তরাজ্য, ফিলিপাইনের অনারারী কনসুলার আব্দুল আনোয়ার, প্রফেসর মো. আবেদ আলী, (মহাসচিব, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন), উমায়ের আলম শেঠ (পরিচালক শেঠ গ্রুপ) প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাজনৈতিক সমঝোতা না হলে ইসির কাজ দুরূহ হবে : সিইসি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন কাল থেকে