‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার’ এই শ্লোগানকে সামনে রেখে ইমপেরিয়াল হাসপাতালের শিশু বিভাগের উদ্যোগে ইমপেরিয়াল শিশু মেলা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উক্ত শিশু মেলার শুরুতে এক র্যালি হাসপাতালের আভ্যন্তরীণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে নবজাতকবৃন্দের বাবা মায়েরা তাদের মনের অনুভূতি ব্যক্ত করেন। শুরুতে ইমপেরিয়াল হাসপাতালে জন্ম নেয়া একজন শিশুর অভিভাবকের অভিজ্ঞতার উপর নির্মিত একটি ভিডিও তথ্য চিত্র প্রদর্শন করা হয়। ইমপেরিয়াল হাসপাতালে ইতিপূর্বে জন্মগ্রহণকারী নবজাতকবৃন্দদেরকে ‘ইমপেরিয়াল বেবি ’ ঘোষণা করা হয় ও বেবিদের অভিভাবকবৃন্দকে প্রিভিলেজ (বিশেষ সুবিধা সম্বলিত) কার্ড ও ক্রেস্ট প্রদান করা হয়। এই প্রিভিলেজ কার্ডের মাধ্যমে বেবিরা আগামী দুই বছর পর্যন্ত এ হাসপাতালে চিকিৎসাসহ বেশ কিছু আকর্ষনীয় সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবে।
এতে স্বাগত বক্তব্যে হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, ইমপেরিয়াল হাসপাতালে জন্ম নেয়া প্রতিটি শিশুকে আজ আমরা বিশেষ মর্যাদা দেয়ার ঘোষনা দিয়েছি। তারা আমাদের হাসপাতালে বিশেষ কিছু সুবিধা ভোগ করবেন। তিনি ইমপেরিয়াল হাসপাতালের শিশু বিভাগের উন্নয়ন সাধন ও ধারাবাহিক ভাবে আরো অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা সংযোজন করার প্রত্যয় ব্যক্ত করে অভিভাবকবৃন্দের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি ছিলেন শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বাসনা মুহুরি। শিশু বিভাগের প্রধান ডা.ফয়সল আহমেদ মূল বক্তব্য উপস্থাপন করেন।
বক্তব্য রাখেন ডা. হাসান জাহিদ, ডা. আরমান যাইদ ও ডা. রহিমা আক্তার । ডা. ফারজানা হায়দার চৌধুরীর উপস্থাপনায় অভিভাবকবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন শাপলা পাল ও সৈয়দা মারিয়া হাসান। সমাপনী বক্তব্য রাখেন অধ্যাপক ডা. রাশেদা সামাদ। প্রেস বিজ্ঞপ্তি।