কক্সবাজারের ইনানী সৈকতে গোসল করতে নেমে ইউসা আবদুল্লাহ (১৬) নামের পর্যটক নিখোঁজ হয়েছেন। তিনি ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী।
বুধবার (২০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তার নিকট আত্মীয় মোকাররম হোসেন। তিনি বলেন, আমার ভাতিজা বন্ধুদের সাথে রয়েল টিউলিপে উঠেছে। সেখান থেকে সমুদ্রে গোসল করতে নেমলে ঢেউরে সঙ্গে ডুবে যায়।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত সুপার রেজাউল করিম বলেন, বুধবার সকাল ১১টার দিকে ইনানী সি-পার্ল পয়েন্টে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হন আব্দুল্লাহ। বুধবার সকালে তারা চার কাজিন মিলে অভিভাবকদের না জানিয়ে বিচে গোসলে যান। এ সময় ঢেউয়ের মধ্যে চারজন গোসল করতে নামেন। পরে তিনজন ওপরে উঠতে পারলেও ছেলেটি ঢেউয়ের সঙ্গে ডুবে যায়।
ট্যুরিস্ট পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, আমাদের উদ্ধার কর্মীরা কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডকে সংবাদ দেওয়া হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশের ইনানী জোন।











