ইথিওপিয়ায় সংঘর্ষে সৃষ্ট দুর্ভিক্ষে ৪ লাখ মানুষ

| রবিবার , ৪ জুলাই, ২০২১ at ৭:২০ পূর্বাহ্ণ

ইথিওপিয়ার তিগ্রাই অঞ্চলে সামপ্রতিক যুদ্ধের কারণে ৪ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা। তিগ্রাই সংকট নিয়ে প্রথম উন্মুক্ত বৈঠকে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা যুদ্ধবিধ্বস্ত এলাকাটির ৩৩ হাজার শিশু ভয়াবহ পুষ্টিহীনতায় ভুগছে জানিয়ে সেখানকার পরিস্থিতি নিয়েও সতর্ক করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। কর্মকর্তারা বলছেন, তিগ্রাইয়ে ৮ মাসের সংঘাতে আরও অন্তত প্রায় ১৮ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে অবস্থান করছে। একতরফা যুদ্ধবিরতির আসা ঘোষণা সত্ত্বেও ওই অঞ্চলে আরও সংঘাতের দেখা মিলবে বলেও আশঙ্কা তাদের। খবর বিডিনিউজের।
তিগ্রাইয়ের আঞ্চলিক বাহিনীর সঙ্গে লড়াই করা ইথিওপিয়ার সরকারি বাহিনী গত সপ্তাহে ওই যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। অন্যদিকে তিগ্রাইয়ের নিয়ন্ত্রণ নেওয়া বিদ্রোহীরা বলছে, তারা তাদের এলাকা থেকে সরকারি বাহিনীর সব সৈন্যকে হটানো না পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। আন্তর্জাতিক মহল থেকে বিবদমান সব পক্ষকে সংযত থাকতে চাপ দেওয়া হলেও গত কয়েকদিন ওই এলাকায় বিচ্ছিন্নভাবে কিছু সংঘর্ষ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধবাগরাম থেকে মার্কিন সেনা বিদায়ে যুদ্ধের ঝুঁকি আফগানিস্তানে
পরবর্তী নিবন্ধকরোনার ভ্যারিয়েন্টগুলোর বিরুদ্ধে টিকা কতটা কাজ করে