ইঞ্জিনে ঢুকল পাখি, ওড়ার পর ঢাকায় ফিরে এলো টার্কিশ এয়ারলাইন্সের উড়োজাহাজ

| বুধবার , ২১ মে, ২০২৫ at ৭:৩৬ পূর্বাহ্ণ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপর টার্কিশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় সেটি ‘ক্ষতিগ্রস্ত হয়েছে’। ফলে ২৮০ জন জন যাত্রী নিয়ে ফ্লাইটটি গন্তব্যের উদ্দেশে যাত্রা না করে ফিরে এসেছে ঢাকার বিমানবন্দরে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ বলেছেন, পাখির আঘাতে ‘এ ৩০০৩৩০’ উড়োজাহাজটির ‘ডান পাশের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত’ হয়েছে। তবে ফ্লাইটটির যাত্রী ও ক্রুরা সবাই নিরাপদে আছেন। খবর বিডিনিউজের।

কর্মকর্তা সামাদ বলেন, মঙ্গলবার (গতকাল) সকাল ৭টা ৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট (টিকে ৭১৩) উড্ডয়নের পরপরই ডান দিকের ইঞ্জিনে বার্ড হিটের ফলে ধোঁয়ার সৃষ্টি হয়। এরপর পাইলট সতর্কতামূলকভাবে দক্ষতার সাথে সকাল ৮টা ১ মিনিটে উড়োজাহাজটিকে নিরাপদে অবতরণ করান। বর্তমানে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হচ্ছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে তাদের গন্তব্যে পৌঁছানোরও ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সামাদ।

টার্কিশ এয়ারলাইন্সের ঢাকা টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, উড়োজাহাজটিকে ‘গ্রাউন্ডেড করা হয়েছে’। এটি মেরামতের কিছু সময় লাগবে বলেও জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বাসের পক্ষে জীবন্ত উপন্যাস ড. আ জ ম ওবায়েদুল্লাহ
পরবর্তী নিবন্ধচবির নিরাপত্তা প্রধানকে সাময়িক বরখাস্ত