ইঞ্জিনিয়ার আবদুল খালেক চট্টগ্রামের প্রথম মুসলিম প্রকৌশলী, সম্পাদক, প্রকাশনা–উদ্যোক্তা এবং স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা। ১৯৬২ সালের ২৫ সেপ্টেম্বর চট্টগ্রামের এই কৃতী পুরুষ ইন্তেকাল করেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্দরকিল্লাকে ‘ইঞ্জিনিয়ার আবদুল খালেক চত্বর’ হিসেবে নামকরণ করা হয়। যা কিনা এ কীর্তিমান মানুষটির স্মারক বহন করে চলছে। আন্দরকিল্লা এলাকাটি এমনিতেই জনবহুল এবং ব্যস্ততম জংশন। শহরের বিভিন্ন রাস্তার সংযোগস্থল। এরই মাঝে স্বগৌরবে দাঁড়িয়ে আছে ‘ইঞ্জিনিয়ার আবদুল খালেক চত্বর’। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এ চত্বরের নামফলকটি কখনো কখনো ঢাকা পড়ে থাকে বিভিন্ন ব্যানার ফেস্টুনে, অমুক তমুকের পোস্টারে। এটি যেনো ব্যানার, ফেস্টুন ও পোস্টারের নিরাপদ স্থান। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন ইঞ্জিনিয়ার আবদুল খালেক এর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক এ চত্বরটির সুরক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হোক।
হাসান কুতুব
বাকলিয়া, চট্টগ্রাম।