জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে আমাদের দেশ চরম ঝুঁকিতে রয়েছে। তাই প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। গত মঙ্গলবার কর্ণফুলী উপজেলার ইছানগরে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। এতে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব আজিম আলী। তিনি বলেন, নানা অজুহাতে বৃক্ষ নিধন এবং বনাঞ্চলগুলো ধ্বংস করার কারণে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। বর্তমান পৃথিবীর বৈশ্বিক উষ্ণায়নের জন্য পরবর্তী প্রজন্ম নয় বরং আমরাই দায়ী। তাই বৃক্ষরোপণের মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য নির্মল পরিবেশ রেখে যেতে হবে।সভাপতির বক্তব্যে পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী বলেন, বৃক্ষরোপণের যুগোপযোগী এমন আয়োজন দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলে মানুষের মধ্যে সচেতনতার পাশাপাশি বৃক্ষরোপণে সাধারণের মাঝে উৎসাহ জাগাবে। এতে উপস্থিত ছিলেন পরিচালক (অপারেশন) ইঞ্জি.আবেদুল বারী, জিএম (প্ল্যান্ট) মো. গোলাম মোস্তফা, ডিজিএম (সিভিল) সুমেধ বড়ুয়া, ডিজিএম (প্রডাকশন) সাজ্জাদুল আনিস চৌধুরী, ডিজিএম (মেনটেইন্যান্স) আবদুল মান্নান প্রমুখ।কর্মসূচিতে কারখানা চত্বরে একটি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় বৃহত্তর জেলা উপজেলাগুলোতে বিভিন্ন জাতের ফলজ-বনজ গাছের চারা রোপন ও বিতরণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।











