ইকুইটি আরিয়ানা প্রকল্পের হস্তান্তর

| রবিবার , ১১ মে, ২০২৫ at ১১:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শহরের অভিজাত পাঁচলাইশ আবাসিক এলাকায় নির্মিত হয়েছে ‘ইকুইটি আরিয়ানা’ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের একটি নান্দনিক ও আধুনিক আবাসিক প্রকল্প। এটি এই কোম্পানির ৫৫তম সফল প্রকল্প, যা গত ০৯ মে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গর্বিত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপার্টমেন্ট সমূহের মালিকবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থপতি, প্রকৌশলী ও ইকুইটির কর্মকর্তাবৃন্দ। প্রায় ১৬.৭৭ কাঠা জমির উপর নির্মিত ১৭ তলা বিশিষ্ট এই স্থাপনাটিতে রয়েছে মাত্র ২৮টি ইউনিট, যেখানে রয়েছে আধুনিক সিকিউরিটি সিস্টেম, লিফট, জিম, কমিউনিটি স্পেসসহ আরও নানা সুযোগসুবিধা, যা প্রতিটি ইউনিটকে দিয়েছে একান্ত নিজস্বতা ও প্রশস্ততা। প্রকল্পটি নকশা করেন দেশের খ্যাতনামা স্থপতি মসিউল আলম। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইকুইটির প্রধান স্থপতি উ থেন য়াইন বলেনএই স্থানটি আমরা ডিজাইন করেছি কার্যকারিতা, স্থায়িত্ব এবং নান্দনিকতার নিখুঁত সামঞ্জস্য বজায় রেখে। প্রতিটি ইট, প্রতিটি রেখাসবকিছুই পরিকল্পিত হয়েছে তাদের কথা ভেবে, যারা এই ভবনের মধ্যে বাস করবেন, কাজ করবেন এবং আগামী প্রজন্ম বেড়ে উঠবে। আমাদের লক্ষ্য ছিল এমন একটি পরিবেশ বান্ধব পরিসর তৈরি করা, যা শুধু চোখকে নয়, মনকেও প্রশান্তি দেবে।

ইকুইটির ব্যবস্থাপনা পরিচালক কাজী আইনুল হক বলেন, স্থাপত্যশৈলী, পরিবেশ বান্ধব ডিজাইন এবং প্রকৃতির সঙ্গে সংযোগএই তিনটি মূল দিক বিবেচনায় ইকুইটি আরিয়ানা একটি ব্যতিক্রমধর্মী আবাসিক প্রকল্প। প্রতিটি ইউনিটে আলোবাতাসের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হয়েছে, যাতে দিনের বেলায় কৃত্রিম আলোর প্রয়োজন না পড়ে। নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মধ্যেও আমরা কখনোই গুণগত মানের সাথে আপোষ করিনি। ইকুইটির প্রতিটি প্রকল্পের মতো এখানেও বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা থাকবে।” অনুষ্ঠানে ইকুইটির উপব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘ইকুইটি আরিয়ানা’ শুধু একটি আবাসিক ভবন নয়এটি আধুনিক নগর জীবনের সাথে মানানসই একটি স্বপ্নের আবাসন, যা চট্টগ্রামের বাসিন্দাদের জন্য নান্দনিক আবাসনের প্রতীক হয়ে থাকবে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকুইটি আরিয়ানা অ্যাসোসিয়েশনের সভাপতি মেজবাহ উদ্দিন, সেক্রেটারি ডঃ শাহ আলম, কোষাধ্যক্ষ ডঃ আব্দুল্লাহ আল মাহমুদ, ভূমির মালিক খুরশিদ আলাম, ইকুইটির কার্যনির্বাহী পরিচালক এস.এম. মোরশেদ জাফর, পরিচালক প্রকৌশল বিভাগ ইঞ্জিনিয়ার কায়েস উর রশিদ, এবং হেড অব সেলস্‌ জহিরুল আলম জুয়েল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে অ্যাক্রেডিটেশন ভিজিট
পরবর্তী নিবন্ধআনোয়ারায় শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের ব্যতিক্রমী আয়োজন