ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) সংযোজিত হওয়ায় ভ্যাট আদায়ে গতি বেড়েছে। ইএফডি মেশিন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় সার্ভারের সংযুক্ত থাকার কারণে ক্রেতা মূল্য পরিশোধের সময় সাথে সাথে আলাদা হয়ে যাচ্ছে ভ্যাট। ইতোমধ্যে চট্টগ্রামে গত সাড়ে তিন মাসে ৮ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ১২০টি মেশিন স্থাপন করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে চট্টগ্রামে আরো ২০০টি ইএফডি মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া চলতি অর্থবছরে ভ্যাট জরিপ, নিবন্ধন এবং প্রিভেন্টিভ কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে জানান চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা। চট্টগ্রাম ভ্যাট কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ভ্যাটের অধীনে ৮ ডিভিশনে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান আছে ২৬ হাজার ২০৬টি। চলতি ২০২০-২০২১ অর্থবছরে প্রথম মাসে (জুলাই-নভেম্বর) ভ্যাটের আওতায় আসেনি কিন্তু ভ্যাট দিতে সক্ষম এরকম ২৯৩টি প্রতিষ্ঠানকে ফোর্স নিবন্ধন দেয়া হয়েছে। আগের অর্থবছরে যেটি ছিল মাত্র ৯১টি। এছাড়া চলতি অর্থবছরের নভেম্বর পর্যন্ত ৪৯ কোটি টাকা টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করা হয়েছে। একই সাথে তিনটি অনিবন্ধিত জর্দা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২ কোটি ৭৮ লাখ টাকার কর ফাঁকির মামলা দিয়েছেন ভ্যাট কর্মকর্তারা। এদিকে এখন পর্যন্ত চট্টগ্রামে ইএফডি মেশিনের মাধ্যমে ৫১ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি। মেশিনের সংখ্যা বাড়ানো হলে রাজস্ব আয়ও বাড়বে। ইএফডি মেশিন স্থাপিত হওয়ায় কোনো প্রতিষ্ঠানে এখন আর ইলেক্ট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) মেশিন থাকছে না। তবে ইসিআর না থাকলেও সেলস ডেটা কন্ট্রোলার (এসডিসি) কিংবা পয়েন্ট অব সেলস (পিওএস) সিস্টেমও রাখতে পারবেন ব্যবসায়ীরা। সেক্ষেত্রে মেশিন দুটিও ইএফডির সাথে সংযুক্ত থাকতে হবে। এছাড়া বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে এনবিআর নির্ধারিত সফটওয়্যার ব্যবহার করতে হবে।
জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার (চলতি দায়িত্ব) মো. আকবর হোসেন দৈনিক আজাদীকে বলেন, ইএফডি মেশিন স্থাপিত হওয়ার ভ্যাট আদায়ে আগের চেয়ে গতি বেড়েছে। এছাড়া আমরা নিয়মিত ভ্যাটের জরিপ এবং প্রিভেন্টিভ কার্যক্রমও চালিয়ে যাচ্ছি। ভ্যাট ফাঁকির প্রমাণ পেলে মামলা দিচ্ছি। ভ্যাট আদায়ে স্বচ্চতা ও জবাবদিহীতা নিশ্চিতে আমার দপ্তর কাজ করে যাচ্ছে।
অন্যদিকে ‘মুজিববর্ষের অঙ্গীকার ইএফডিতে এনবিআর’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ জাতীয় ভ্যাট দিবস এবং সপ্তাহব্যাপী (১০ ডিসেম্বর-১৫ ডিসেম্বর) জাতীয় ভ্যাট সপ্তাহ পালিত হবে। ভ্যাট দিবসে পণ্য সেবা ও ব্যবসায় সর্বোচ্চ ভ্যাটদাতা হিসেবে জাতীয় পর্যায়ে ৯ জন, জেলা পর্যায়ে ১৫০ জনকে সম্মাননা স্মারক ও সনদ দেবে এনবিআর। চট্টগ্রাম বিভাগে এক্সক্লুসিভ ক্যান লিমিটেড, চৌধুরী টি ওয়্যারহাউস, ভেনাস রিসোর্ট অ্যান্ড কফি হাউস এবং মেসার্স ফোর স্টার এন্টারপ্রাইজকে সম্মাননা স্মারক ও সনদ দেয়া হবে। এবার করোনা পরিস্থিতির কারণে থাকছে না র্যালি। তবে বিকেলে জুম মিটিংয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে জানান চট্টগ্রাম ভ্যাট কার্যালয়ের কর্মকর্তারা।