রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট, ক্রেমলিনপ্রধান ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভ মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে হুঁশিয়ার করে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হার পারমাণবিক যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। প্রচলিত যুদ্ধে পারমাণবিক শক্তিধর কারো হার পরমাণু যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে, টেলিগ্রামে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান এমনটাই বলেছেন।
পারমাণবিক শক্তিধররা কখনোই তাদের ভাগ্য নির্ধারিত হয়, এমন বড় কোনো যুদ্ধে হারেনি, বলেছেন ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মেদভেদেভ। ন্যাটো এবং আরও কিছু দেশের প্রতিরক্ষামন্ত্রীরা শুক্রবার জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে ইউক্রেনে রাশিয়াকে হারানোর কৌশল ও কিয়েভকে সহায়তার বিষয় নিয়ে যে নীতি ঠিক করবেন, তার ঝুঁকির বিষয়টিও তাদের মাথায় রাখা দরকার বলে মন্তব্য করেছেন রুশ রাজনীতিক।
রাশিয়া এবং যুক্তরাষ্ট্র দুটোই পারমাণবিক অস্ত্রধর দেশ। দুই দেশের কাছেই বিশ্বের পারমাণবিক ওয়ারহেডের ৯০ শতাংশ আছে। পারমাণবিক অস্ত্র ব্যবহার হবে কি হবে না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেশদুটির দুই রাষ্ট্রপ্রধানের। যুদ্ধাস্ত্র ও সেনার সংখ্যায় ন্যাটো রাশিয়ার চেয়ে এগিয়ে থাকলেও সমগ্র ইউরোপের তুলনায় রাশিয়ার একার কাছেই অনেক অনেক বেশি পারমাণবিক অস্ত্র আছে।
যে কারণে পশ্চিমা বিশ্লেষকরা তাদের হুমকিকে সহজে উড়িয়েও দিতে পারেন না। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানকে আগ্রাসী ও বেপরোয়া পশ্চিমের বিরুদ্ধে যুদ্ধ হিসেবেই দেখছেন পুতিন। যে কোনো আগ্রাসী শক্তির বিপক্ষে নিজেকে ও জনগণকে রক্ষায় রাশিয়া সম্ভাব্য সব উপায়কে কাজে লাগাবে বলে বারবার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।