বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের গবেষণা সেলের ভার্চুয়াল সভা গত ১৩ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
সভায় উপস্থিত ছিলেন উপউপাচার্য ও ইউআরসির এঙিকিউটিভ ইন চিফ প্রফেসর ড. নুরুল আবছার এবং ইউএসটিসির বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ।উপাচার্যের শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় ২০১৯-২০২০ সালে আন্তর্জাতিক জার্নালে শিক্ষকদের প্রকাশিত প্রবন্ধ বুকলেট পাবলিকেশনের অনুমোদন, প্রতি বিভাগে গবেষণা গ্রুপ গঠন, শিক্ষকদের গবেষণা তহবিল প্রদান ও অনুমোদন ও পূর্বে প্রদানকৃত গবেষণা তহবিলের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।