প্রতিবন্ধী শিশুদের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন

| বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২০ at ৯:২৩ পূর্বাহ্ণ

অক্টোবর সেবামাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের উদ্যোগে গতকাল বুধবার সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের রৌফাবাদে মানসিক প্রতিবন্ধী শিশুকেন্দ্রের ২০০ শিশুদের মাঝে দুপুুরের খাবার পরিবেশন ও চকলেট উপহার দেওয়া হয়েছে।
লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের সভাপতি লায়ন মোর্শেদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি লায়ন মোহাম্মদ নুরুল আজাদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন সেকেন্ড ভাইস গভর্নর লায়ন এসকে শামসুদ্দিন সিদ্দিকী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জিএসটি লিডার লায়ন শওকত আলী চৌধুরী, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন জাফর উল্লাহ চৌধুরী, জোন চেয়ারপার্সন লায়ন হাসান আকবর, লায়ন ফজলে করিম, লায়ন কাঞ্চন মল্লিক, লায়ন বাপন দাশ গুপ্ত, লায়ন মিজানুর রহমান রুবেল, লায়ন আলমগীর হায়দার, লিও সভাপতি ইফতেখারুল ইসলাম ফাহিম, সদ্য প্রাক্তন সভাপতি ইসমাইল বিন আজিজ আলভি, সহ সভাপতি হালিমা খাতুন আখি, সচিব ইফাদ মিয়া রাফি, যুগ্ম সচিব নুরুস সালাম, সদস্য গিয়াস উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য এ ধরনের মানবিক কাজে যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসে তাহলে দেশ আরো এগিয়ে যাবে এবং একটি সুন্দর সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডাক দিয়ে যাই-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধইউএসটিসিতে গবেষণা সভা