ইংল্যান্ড দলে পুনরায় যোগ দেওয়ার অপেক্ষায় স্টার্লিং

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৯ ডিসেম্বর, ২০২২ at ৭:০১ পূর্বাহ্ণ

পারিবারিক কারণে বিশ্বকাপের মাঝপথে দেশে ফেরা রাহিম স্টার্লিং আবার কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য প্রস্তুত। এজন্য ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএ) তার পুনরায় দলে যোগ দেওয়ার প্রক্রিয়া শুরু করতে বলেছেন এই ফরোয়ার্ড, জানিয়েছে তার ঘনিষ্ঠ একটি সূত্র। এই ব্যাপারে বৃহস্পতিবার একটি সিদ্ধান্ত হওয়ার কথা। আগামী শনিবার কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে গ্যারেথ সাউথগেটের দল।

স্টার্লিংয়ের মুখপাত্র জানিয়েছে, গত শনিবার এই খেলোয়াড়ের বাসায় ‘সশস্ত্র কিছু লোক’ ঢুকে পড়েছিল এবং সেই সময় তার পরিবার বাসায় ছিল। কঠিন সময়ে পরিবারের কাছে থাকতে রোববার বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরে যান স্টার্লিং।

এজন্য মিস করেন শেষ ষোলোয় সেনেগালের বিপক্ষে ম্যাচ। ম্যাচটি ৩-০ গোলে জিতে শেষ কোয়ার্টার-ফাইনালে উঠেছে ইংল্যান্ড। স্টার্লিংয়ের বাসায় হামলার ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। ২৮ বছর বয়সী স্টার্লিংয়ের স্কোয়াড ছেড়ে যাওয়ার সময় কী কারণ দেখানো হয়েছিল, তা এখনও প্রকাশ করেনি এফএ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট দল এখন চট্টগ্রামে দেশে ফিরে গেছেন রোহিত শর্মা সহ তিন ভারতীয়
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ চলাকালে প্রবাসী শ্রমিকের মৃত্যুতে ফিফার শোক