আহলে সুন্নাত চট্টগ্রাম জেলার ওলামা মাশায়েখ সম্মেলন

| সোমবার , ২০ মে, ২০২৪ at ৮:৩২ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ চট্টগ্রাম জেলার আয়োজনে ওলামা মাশায়েখ সম্মেলন ও যোগদান অনুষ্ঠান গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত কোচেয়ারম্যান ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শাইখুল হাদীছ আল্লামা হাফেজ সোলাইমান আনছারীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাযী মঈনুদ্দীন আশরাফী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় শিক্ষার স্বকীয়তা বজায় রেখে যুগোপযোগী আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

অধ্যাপক মুনিরুল ইসলাম আশরাফী, মাওলানা জসিম উদ্দিন মাহমুদ ও দস্তগীর আলমের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আহলে সুন্নাত সভাপতি মাওলানা শাহ নুর মুহাম্মদ আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত স্ট্যান্ডিং কমিটির সদস্য অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার। প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত কেন্দ্রীয় নির্বাহী মহসচিব উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম ফজলুল হক। কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নেজামী, অধ্যক্ষ আল্লামা মুফতি হারুনুর রশীদ আশরাফী, অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলি, উপাধ্যক্ষ আল্লামা আব্দুল অদুদ, মুহাদ্দিস আল্লামা আনোয়ার হোসাইন, এডভোকেট আবু নাছের তালুকদার, এম. সোলাইমান ফরিদ, পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ, মাওলানা শেখ সৈয়দ জয়নুল আবেদীন, মাওলানা রেজাউল করিম তালুকদার, অধ্যাপক জালাল উদ্দীন আজহারি, উপাধ্যক্ষ জামেউল আখতার আশরাফি, উপাধ্যক্ষ মুফতি জসিম উদ্দিন কাদেরী, মাওলানা আব্দুন নবী আল কাদেরী, পীরজাদা খোরশেদ উল্লাহ রজায়ী, পীরজাদা এডভোকেট মুখতার আহমদ সিদ্দিকী, অধ্যক্ষ আল্লামা আবুল কালাম আমিরি, অধ্যক্ষ ড. মহিউল হক, অধ্যক্ষ রিদওয়ানুল হক হক্কানী, অধ্যক্ষ মুফতি আব্দুল আউয়াল কাদেরি, মাওলানা ইউনুছ তৈয়বি যুক্তিবাদি, সৈয়দ মুহাম্মদ যুন নুরাইন চৌধুরী, শফিউল আজম, মাওলানা আশিকুর রহমান হাফেজ নগরী, সাঈদুল হক কাজেমি, মাওলানা ইকবাল হোসাইন কাদেরি, মাওলানা আবু তৈয়ব, মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা ওবায়দুল মুস্তাফা কদমরসুলি, অধ্যাপক আবুল মনসুর দৌলতি, মাস্টার আবুল হোসাইন, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মাওলানা নুরুল্লাহ রায়হান খান, মুফতি সাইদুল করিম বদরী, মাওলানা গিয়াস উদ্দিন নেজামী, উপাধ্যক্ষ মুজিবুর রহমান কাদেরি, নাসির উদ্দীন মাহমুদ, উপাধ্যক্ষ সোহাইল উদ্দিন আনছারি, মাওলানা মহিউদ্দিন, মাওলানা জিলানী, মাওলানা মুখতার রেজভি, মাওলানা গিয়াস উদ্দিন কাদেরি, মাওলানা করিম উদ্দিন নুরি, মাওলানা অলিউল্লাহ জিহাদি, এডভোকেট আব্দুল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোরবানির আগে মসলার দাম নিয়ন্ত্রণে সুজনের অনুরোধ
পরবর্তী নিবন্ধঅভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও সুশাসন প্রতিষ্ঠা বিষয়ে চট্টগ্রাম পিআইডিতে সভা