মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর (ম.) পৃষ্ঠপোষকতায় মাইজভাণ্ডার আহমদিয়া এমদাদীয়া মাদরাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ফটিকছড়ি গামরীতলা এলাকায় মাদরাসার নিজস্ব
জায়গায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন, মোন্তাজেমে দরবার এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিআইআরআই) ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। এ সময় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয়
কার্যকরী সংসদ, চট্টগ্রাম জেলা, মহানগর, ফটিকছড়ি উপজেলা ও বিভিন্ন শাখার কর্মকর্তা এবং এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর (ম.) পৃষ্ঠপোষকতায় আধুনিক দ্বীনি শিক্ষার প্রসারে
জন্য আমরা কাজ করছি। মাদরাসার শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পাশাপাশি বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি আমরা। ২০১০ সালে মাইজভাণ্ডার আহমদিয়া এমদাদীয়া মাদরাসা প্রতিষ্ঠা করেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)। প্রেস বিজ্ঞপ্তি।