বিভা গার্লস অ্যাস্ট্রোনমি ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠান

| শনিবার , ৪ মার্চ, ২০২৩ at ৯:৪১ পূর্বাহ্ণ

উপমহাদেশের বিখ্যাত নারী জ্যোতিপদার্থবিজ্ঞানী বিভা চৌধুরীর জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা রেখে সপ্তম থেকে দশম শ্রেণির মেয়েদের জন্য শুরু হয়েছে ‘বিভা গার্লস অ্যাস্ট্রোনমি ওয়ার্কশপ ২০২৩’। বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন উক্ত স্কুলের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষিকা খাদিজা বেগম।

প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক সাহিত্যিক রাশেদ রউফ। সভাপতিত্ব করেন আন্তর্জাতিক অ্যাস্ট্রনোমিক্যাল সংস্থার শিক্ষা বিষয়ক কমিটির সদস্য এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব। এ সময় বক্তারা বলেন, যারা মহাকাশ নিয়ে জানতে আগ্রহী, বিভা চৌধুরীর মতো বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখে কিংবা হতে চায় শৌখিন জ্যোতির্বিদতাদের জন্যই এ কর্মশালা। বর্তমান বিশ্বে মহাকাশ গবেষণায় মহিলারা অনেক দূর এগিয়ে গেছে। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা অনুসন্ধিৎসু মন নিয়ে আগালে তোমরাও একদিন আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান গবেষণায় নেতৃত্ব দিতে পারবে। কর্মশালার দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের সাথে অনলাইনে যুক্ত হবেন দ্য ওহাইও স্টেট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ অ্যাস্ট্রোনমির রিসার্চ প্রফেসর ড. সুলতানা নাহার এবং নেদারল্যান্ডসের লাইডেন অবজারভেটরির পিএইচডি গবেষক সৈয়দা লামমীম আহাদ। দ্বিতীয় দিন থাকছে হাতে কলমে শেখার জন্য বিভিন্ন হ্যান্ডসঅন অ্যাক্টিভিটি ও চিত্র প্রদর্শনী। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থার ন্যাশনাল আউটরিচ কোঅর্ডিনেটর, বাংলাদেশ টিমের তত্ত্বাবধানে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান সংস্থার যৌথ আয়োজনে এবারের কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন স্কুলের ৭০ জন ছাত্রী অংশগ্রহণ করছে। আয়োজিত সেশনগুলোর প্রশিক্ষক ছিলেন ফাতেমা জেরিন প্রত্যাশা, ইসরাত সুলতানা ইতু, জান্নাতুল কারিমুন, চৌধুরী তাসনিম জাহান শ্রাবন, সজীব কর, হাসান মাহমুদ সজীব। সার্বিক তত্ত্বাবধানে আছেন বাওয়া স্কুলের শিক্ষিকা মোমেনা বেগম মুন্নি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছৈয়দুর খীল তালিমুল কোরআন একাডেমিতে পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধআহমদিয়া এমদাদীয়া মাদরাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন