ফতেয়াবাদ খেলোয়াড় সমিতি আয়োজিত এম আলী আজগর চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফতেয়াবাদ মাদ্রিদস্থা দল। ফাইনালে তারা ২–১ গোলে মোহাম্মদ নগর ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি দিদারুল আলম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লি: এর চট্টগ্রাম জোনাল হেড আয়ুব আলী, চ সি ক ১ নং ওয়ার্ড কাউন্সিলর গাজী শফিউল আজিম ও ১২ নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান জামান বাচ্চু। কমিটির সদস্য সচিব এড. সালাউদ্দিন আলী নূর মিন্টুর সঞ্চালনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের আহবায়ক জি এম চৌধুরী নয়ন। এতে উপস্থিত ছিলেন নিউরো সার্জন অধ্যাপক ডা: মো. কামাল উদ্দিন, প্রফেসর আলী আজগর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কদর, আলহাজ্ব কাজী এনামুল হক, অধ্যাপক আবদুল্লাহ আল আহসান লিটন, ফুটবলার আবু সরোয়ার, অধ্যক্ষ নঈমউদ্দিন হাসান তিবরীজি, অধ্যক্ষ এস এম বখতিয়ার, অধ্যক্ষ সায়ফুর রহমান বাবর, ফতেয়াবাদ নাগরিক কমিটির সহ সভাপতি আলী নাসের চৌধুরী ও সাধারণ সম্পাদক এস এম দিদার।
ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সায়মন।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় প্রেংক ছেং, সেরা গোলদাতা সায়মন, সেরা গোলরক্ষক এরশাদ । চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ ৩০,০০০ টাকা আর রানারআপ দলকে ট্রফি সহ নগদ ২০,০০০ টাকা প্রাইজমানি দেয়া হয়।