আলকরণ ওয়ার্ডে নির্বাচন কাল প্রচারণা শেষ, প্রস্তুতি সম্পন্ন

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্থগিত হওয়া ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের নির্বাচন আগামীকাল। এই ওয়ার্ডে ৪ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী ভোট গ্রহণের ৩২ ঘন্টা আগে প্রার্থীদের সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ হয়ে যায়। সেই অনুযায়ী গতকাল রাত ৮টার পর থেকে কাউন্সিলর প্রার্থীদের সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হয়ে গেছে।
এই ওয়ার্ডে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত কাউন্সিলররা হলেন-আবদুস সালাম মাসুম (লাটিম), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইয়াছির আরাফাত (মিষ্টি কুমড়া), বিএনপির মো. দিদারুর রহমান লাভু (রেডিও), হানিফ ভূঁইয়া (ঠেলাগাড়ি)।
আলকারণ ওয়ার্ডে মোট ১৫ হাজার ১৬৮ ভোটার। মোট ভোট কেন্দ্র ৭টি। বুথের সংখ্যা ৪২টি। নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান আজাদীকে জানান, আলকারণ ওয়ার্ডের ভোট গ্রহণ কাল ২৮ ফেব্রুয়ারি। এই ওয়ার্ডে মোট ৪ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭টি কেন্দ্রে ৪২টি বুথে ইভিএমে ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণের জন্য ১২৬জন ভোট গ্রহণ কর্মকর্তা (৭জন প্রিসাইডিং কর্মকর্তা, ৪২জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৮৪জন পোলিং কর্মকর্তা) প্রস্তুুত রয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।
এই ওয়ার্ডের সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম আজাদীকে জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে ৬জন পুলিশ, ১২ জন আনসার থাকবেন। এছাড়াও র‌্যাবের টিম থাকবে। এছাড়াও নির্বাচনে ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩জন নির্বাচনী ম্যাজিস্ট্রেট থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধনগরে এবার বইমেলা হবে?
পরবর্তী নিবন্ধ৭২৫ কিমি খাল কাটা হবে চট্টগ্রামে