আর্য্য সংগীত সমিতির সুরেন্দ্র সংগীত বিদ্যাপীঠের স্মরণানুষ্ঠান

| শনিবার , ২০ জানুয়ারি, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

আর্য্য সংগীত সমিতির সুরেন্দ্র সংগীত বিদ্যাপীঠের সঙ্গীতাচার্য্য সুরেন্দ্র লাল দাশ স্মরণে গতকাল শুক্রবার সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তবলা শিক্ষক তরুণ কান্তি দাশ। আলোচনায় অংশ নেন, সঙ্গীত বিদ্যাপীঠের উপাধ্যক্ষ অধ্যাপিকা মৃণালিনী চক্রবর্ত্তী। উপস্থিত ছিলেনউপাধ্যক্ষ জয়ন্তী লালা, সাধারণ সম্পাদক শাহ্‌ সেলিম খালেদসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে বাঁশি শিক্ষক রনধীর দাশের পরিচালনায় সুরেন্দ্র লাল দাশ রচিত রাগ পিলু বারোয়া ও ঝিঝিট বাঁশি পরিবেশন করেন সঙ্গীত শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীরা।

প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সঙ্গীতানুষ্ঠানের সূচনা করা হয়। উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষক কল্যাণ কান্তি নাথের পরিচালনায় রাগ ইমন পরিবেশন করে জয়ত্রী বড়ুয়া। রবীন্দ্র সঙ্গীত শিক্ষক প্রদীপ দাশের পরিচালনায় রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন মিঠু চৌধুরী, মৌসুমী গুহ। সার্বিক অনুষ্ঠান তত্ত্ববধানে ছিলেন বিদ্যাপীঠের অধ্যক্ষ ওস্তাদ মিহির লালা। সঞ্চালনায় ছিলেন দেবপ্রসাদ দাশগুপ্ত কাজল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়লা বেগম
পরবর্তী নিবন্ধআনোয়ারা প্রেস ক্লাবের কমিটি গঠন