চট্টগ্রাম মহানগর এলাকার জন্য আরো ২ লাখ ৬০ হাজার ডোজ করোনার টিকার চাহিদা পাঠানো হল ঢাকায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ চাহিদা পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করে ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, সিটি কর্পোরেশন এলাকার জন্য আমরা আরো ২৬ হাজার ভায়াল টিকার চাহিদা দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠিয়েছি। প্রতি ভায়ালে ১০ ডোজ হিসেবে মোট ২ লাখ ৬০ হাজার ডোজ টিকার চাহিদা দেয়া হয়েছে। প্রসঙ্গত, প্রথম দফায় চসিক এলাকায় দেড় লাখ (১ লাখ ৫৪ হাজার ৯০৫) ডোজ টিকা বরাদ্দ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। পরবর্তীতে আরো ১ লাখ ডোজের চাহিদার প্রেক্ষিতে ৯০ হাজার ডোজ টিকা বরাদ্দ দেয়া হয়। এখন পর্যন্ত সবমিলিয়ে ২ লাখ ৩৮ হাজার ৪০০ ডোজ টিকা পাওয়া গেছে জানিয়ে ডা. সেলিম আকতার বলেন, বুধবার পর্যন্ত প্রায় ২ লাখ (১ লাখ ৯৫ হাজার ১২৫) ডোজ টিকা দেয়া হয়েছে। তবে টিকা নিতে এখন পর্যন্ত আড়াই লাখের বেশি মানুষ অনলাইনে নিবন্ধন করেছেন। আবার এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় ডোজ প্রদান শুরু হবে। সবমিলিয়ে সিটি কর্পোরেশন এলাকার জন্য আরো ২ লাখ ৬০ হাজার ডোজ টিকা চেয়ে আমরা চিঠি দিয়েছি।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রথম দফায় মহানগরসহ চট্টগ্রাম জেলায় মোট ৪ লাখ ৫৬ হাজার ডোজ টিকা বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে মহানগরে বরাদ্দ দেয়া হয় ১ লাখ ৫৪ হাজার ৯০৫ ডোজ। আর অবশিষ্ট ৩ লাখ ১ হাজার ৯৫ ডোজ টিকা বরাদ্দ দেয়া হয় জেলার ১৪ উপজেলায়। উপজেলা পর্যায়ে প্রাপ্ত বরাদ্দের মধ্যে গতকাল পর্যন্ত মোট ১ লাখ ৬৬ হাজার ১৯৩ ডোজ টিকা দেয়া হয়েছে।