আয়ুব বিবি চসিক কলেজে স্কাউটিং বিষয়ে মতবিনিময়

| শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়ুব বিবি কলেজ রোভার স্কাউটস গ্রুপের আয়োজনে সকল শিক্ষার্থীদের নিয়ে স্কাউটিং বিষয়ক মতবিনিময় অনুষ্ঠান গত ১৯ অক্টোবর কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের যুগ্ম সম্পাদক স্কাউটার মোহাম্মদ এনাম।

এছাড়াও অতিথি ছিলেন অধ্যাপক মো. খালেদুর রহমান। গ্রুপ সম্পাদক স্কাউটার মো. জমির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক শ্যামা প্রসাদ বিশ্বাস, রোভার নাঈমা আকতার প্রমূখ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, স্কাউটিং বিশ্বব্যাপী একটি স্বেচ্ছাসেবী, শিক্ষামূলক ও অরাজনৈতিক গতিশীল আন্দোলন।

যা যুব সমপ্রদায়কে সৎ, যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলে। তিনি সকল শিক্ষার্থীকে স্কাউটিংয়ের বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান অর্জন করার জন্য আহ্বান জানান। প্রায় ৩০০জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহায় আনারকলি!
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে শেখ রাসেল দিবস পালন