এবার আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের মতো লাথি মেরে উইকেট ভাঙেননি বা উইকেট উপড়েও ফেলেননি। তবে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে মাহমুদউল্লাহ রিয়াদও এবার চরম দৃষ্টিকটু আচরণ করলেন। গতকাল বিকেলে শেরে বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের ব্যাটসম্যান অলক কাপালির বিপক্ষে কট বিহাইন্ডের জোরালো আবেদন করেছিলেন গাজী গ্রুপের বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। ১৬ নম্বর ওভারের শেষ বলের ঘটনা। উইকেটে নতুন আসা অলক কাপালি সম্পূর্ণ পরাস্ত হলেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের বলে। বল তার ব্যাট ফাঁকি দিয়ে চলে গেল উইকেটরক্ষক আকবর আলীর গ্লাভসে। কিপার আকবর আলী ও গাজী গ্রুপের প্রায় সব ফিল্ডার একসঙ্গে আবেদন করে উঠলেন, আম্পায়ার মাহফুজুর রহমান লিটু নীরব। কোনো সাড়া দেননি সেই আবেদনে। তাতেই সরব গাজী গ্রুপ ক্যাপ্টেন রিয়াদ। মিড অন থেকে ছুটে গেলেন পিচের কাছে। তারপর হাত-পা ছুড়ে আবেদন করলেন।
এক পর্যায়ে দাঁড়ানো থেকে বসে যান। মাটিতে বসে দু’হাত মাটিতে আছড়ে বারবার আবেদন করতে থাকলেন। এরপর খানিক্ষণ মাটিতে বসে একরকম প্রতীকী প্রতিবাদের মতো করলেন রিয়াদ।