আমি রাজপথে দাঁড়াই,
আমার বোনের নিরাপত্তার দায়
আমার মায়ের সম্ভ্রমহানির দায়
আমার কন্যার নির্বিঘ্নতার দায়
আমি রক্তের কথা বলি
মুক্তি স্লোগানের গান গাই!
আমি রাজপথে দাঁড়াই,
একটি স্বাধীন পুষ্পের নিস্তার চাই
স্বাধীনতার মুক্ত হাওয়ায় তার প্রকৃত ঘ্রাণের সন্ধানে
নিষ্পাপ মাটির দায়
আজকের সময়ে অবরুদ্ধ জয়োল্লাসের মুক্তির দায়।
দহন মুছতে দহন চাই
হনন মুছতে হনন চাই
নগ্নতা মুছে দিতে নগ্ন স্লোগানের
খুব প্রয়োজন মাঝেমধ্যে।
নিশ্চুপ শয়তানিকে শব্দের পাকড়াও
শব্দিত ব্যাধির মৃত্যু হোক; বজ্রনাদের আয়োজন।
এই আওয়াজ মুক্তির দায়
নিষ্পাপ বুকে পাপ সাঁতরায়,
এ আওয়াজ পাপ মোছনের দায়
আমি রাজপথে দাঁড়াই।