শেষ পর্যন্ত চিত্রনাট্য পছন্দ না হওয়াতে ‘বিক্রম বৈদ্যা’ রিমেক থেকে নিজেকে সরিয়ে নিলেন আমির খান। ২০২০ সালের মার্চ মাসে শুরু হওয়ার কথা ছিল ‘বিক্রম বৈদ্যা’ সিনেমরা শুটিং। রিমেক এই ছবিটিতে সাইফ আলী খান এবং আমির খানের জুটি দেখা হয়তো যেতো অনেক দিন বাদে। কিন্তু শেষ অবধি নিজেকে সরিয়ে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ নিজেকে। কারণ হিসেবে বলেছেন যে চিত্রনাট্যের বর্তমান রূপটা বেশ মনে ধরেনি। প্রথমে গল্পের কনসেপ্ট এবং গতিধারা ভালো লাগলেও ফাইনাল স্ক্রিপ্ট হাতে পেয়ে সন্তুষ্ট না হওয়াতেই নিজেকে সরিয়ে নেওয়া এমনটাই ভাবছেন সংশ্লিষ্টরা। তবে আমির জানিয়েছেন – চিত্রনাট্য ভালো লেগেছে , এতে না থাকার কারণ ভিন্ন। খবর বিডিনিউজের। আমির নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিলেও সাইফ আলী খান সিনেমাটি করবেন বলে জানিয়েছেন স্থানীয় একটি পত্রিকার সাক্ষাৎকারে। ওদিকে আমির সরে যাওয়াতে ঐ চরিত্রে শাহরুখ খানকে নেওয়ার পরিকল্পনা করছে প্রযোজনা সংস্থা। শাহরুখ এখন পর্যন্ত কোনও মন্তব্য করেননি এই চলচ্চিত্রটি নিয়ে। আমির খান বর্তমানে ব্যস্ত আছেন টম হ্যাংকসের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার রিমেক ‘লাল সিং চাড্ডা’নিয়ে।