ভালোবাসা চাইতে গিয়ে
ভালোবাসা হারালাম
তোমার মায়া ছিঁড়তে গিয়ে
দলিলের বাঁধনে বেঁধে গেলাম,
হারজিতের এই লটারির
জুয়ার খেলায় হেরেই গেলাম।
প্রথম প্রেমের অনুভূতির
একুশ বছর পেরিয়ে এলাম,
সময়কে হারিয়ে দিলাম
কল্পনাকে বিদায়ই দিলাম
জগৎটাকে বুঝিয়ে দিলাম!
বাস্তবতা আমিও বুঝি!
পুস্তকের মলাট খুশবুগুলো
জীবন ধারায় বাঁধিয়ে নিলাম,
পৃষ্ঠাগুলো খোলা হাওয়ায়
একটু একটু ছড়িয়ে দিলাম,
তেল, পেঁয়াজ, রসুনের রসুই ঘরে
ভোজন বিলাসে সাজিয়ে নিলাম
দুদনাও পুত ফলো – নিয়ম নীতি
কঠিন বাক্য, ঠাণ্ডাবাক্য, ভাষার দূষণ,
অর্থনীতি সকল ব্যাকরণ শিখে নিলাম
ছলাকলায়, ব্যঙ্গলীলায়, হাহা হিহি করে নিলাম
ছিনিয়ে একুশবছর, লাভ। ক্ষতির হিসাব নিলাম
ক্ষণিকের ভাবনায় কিছুই নেই, নেই কোনো কিছু
যদি না কর তুমি আদান প্রদান
জীবন একটা সাগর, আমি সেই মাঝি
সমুদ্রের লাল রং নীল রং এর মাঝেই
আমার নৌকা চালিয়ে নিলাম।