বাকলিয়া ১৮ নং ওয়ার্ড কালামিয়া বাজার বাকলিয়াস্থ উপরে বর্ণিত রাস্তা ২টিতে প্রায় ৬০০০ লোকের বসবাস। এইখানে একটি মসজিদ ও একটি মাদ্রাসা রয়েছে। অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় যে, অতি সামান্য বৃষ্টিতে নালা পরিস্কার না থাকায় মসজিদে পানি ঢুকে নামাজ পড়া বন্ধ হয়ে যায়, হাঁটা চলা এমনকি রিকশা করে যাওয়া দুঃসাধ্য হয়ে পড়ে। নালা ও রাস্তা দাবিয়ে একাকার হয়ে যাওয়ায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসী বর্তমান/ কমিশনারের সাথে যোগাযোগ করায় দায়সারাভাবে পরিস্কার করে কোনপ্রকার দায় সারানো হচ্ছে। এমতাবস্থায় স্থানীয় লোকদের সাথে বিভিন্ন কথা কাটাকাটি লেগেই রয়েছে। প্রায় অর্ধেক রাস্তার নালার স্ল্যাব স্থানীয় দানশীল ব্যক্তিদের সহায়তায় নালার উপর স্থাপন করে নালা পরিষ্কার রাখার প্রচেষ্টা নেওয়া হয়েছে কিন্তু রাস্তা দেবে যাওয়ায় কোন লাভ হচ্ছে না। আলেক্কা ছুয়ানী রোডে প্রায় অর্ধেক নালার স্ল্যাব ভেঙ্গে গিয়েছে। এমতাবস্থায় মানুষের দুর্ভোগ লাঘবে ও দুই রোডের মাথায় বর্জ্য ভাগাড় এর প্রচন্ড দুর্গন্ধ ও মশা মাছির কারণে এই করোনা বিপর্যয় কালে আরও চরম আকার ধারণ করতে পারে। কোভিড ১৯ মহামারি চরম পর্যায়ে উক্ত ময়লার ভাগাড় পরিষ্কার এবং দুই রাস্তার নালা পরিষ্কার করে স্থায়ীভাবে নালার উপর স্ল্যাব স্থাপন করা অতীব প্রয়োজন।
এলাকাবাসীর পক্ষে-
মোহাম্মদ আবিদ রায়হান
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।