কথা বলেন বড়ই মধুর
যেন রসের হাড়ি,
মুগ্ধ হয়ে শোনেন সবাই
নাম আবদুল বারি।
মস্ত বড় আমলা তিনি
আছে দামি গাড়ি,
গুলশানে তার আছে দুটো
কী আলিশান বাড়ি।
দশটি ব্যাংকে এ্যাকাউন্ট তার
টাকা কাড়ি কাড়ি,
মাথায় টুপি, মুখে দাড়ি
নাম আবদুল বারি।
ব্যবসায়ী নন তবুও তার
আছে টাকার খনি,
ঘুষের টাকায় এতকিছু
তাই তো তিনি ধনী।
দুর্নীতিতে ধরা পড়েন
এই আবদুল বারি,
ধরা খেয়ে আছেন এখন
আসল শ্বশুর বাড়ি।