আফছারুল আমীনের শোকসভা

| শনিবার , ১০ জুন, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট : বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী ডা. মো. আফছারুল আমীনের শোকসভা চকবাজার কার্যালয়ে গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সোলায়মান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হারেস আহমেদ, মনছুর রহমান, তাজুল ইসলাম, ইমতিয়াজ উদ্দিন পাশা, আ ফ ম মোদ্দাচের আলী, মোনোজ কুমার, হাসিনা আক্তার টুনু, ভাস্কর চৌধুরী, মশিউর রহমান খান, লিটন ব্যানার্জি প্রমুখ।

শোলকবহর সুচয়ন বিদ্যাপীঠে দোয়া মাহফিল : ডা. আফসারুল আমীনের মৃত্যুতে শুলকবহর সুচয়ন বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সমপ্রতি শোক সভা, দোয়া মাহফিল ও শোক র‌্যালি বের করা হয়। কর্মসূচিসমূহে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক শুধাংসু বিকাশ রায়, মাহমুদ রেজা সুজা, শাহীন চৌধুরি, নেজাউদ্দৌলাহ, সহকারি শিক্ষিকা পুতুল ধর, লুৎফুনাহার লতা, বিউটি আইচ, তানজিনা আকতার, তাবাসসুম সুলতানা, জয়া বড়ুয়া, শিরিন আক্তারসহ শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি।