আফগানিস্তানে স্থলমাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত

| মঙ্গলবার , ২ এপ্রিল, ২০২৪ at ১১:২৪ পূর্বাহ্ণ

আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে স্থলমাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত হয়েছে। তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক প্রধান হামিদুল্লাহ নিসার সোমবার একথা জানিয়ে বলেছেন, গজনী প্রদেশের গেরু জেলায় রোববার স্থল মাইনের বিস্ফোরণ ঘটে। এসময়ে এক দল শিশু সেখানে খেলছিল। নিসার বলেন, রুশ অভিযানের সময়ে পোঁতা এই স্থল মাইন হঠাৎ বিস্ফোরিত হয়। দুর্ভাগ্যবশত এতে নয় শিশু প্রাণ হারায়। খবর বাসসের।

গজনী পুলিশ জানিয়েছে, নিহত শিশুদের মধ্যে পাঁচজন মেয়ে ও চারজন ছেলে। এদের সকলের বয়স চার থেকে দশ বছরের মধ্যে। আর্ন্তর্জাতিক রেডক্রস কমিটি জানিয়েছে, আফগানিস্তানে এখনও নিয়মিত অবিস্ফোরিত গোলা ও মাইনের কারণে জীবনহানি ঘটছে। মূলত শিশুরাই এতে নিহত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধদিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে কারাগারে পাঠাল আদালত
পরবর্তী নিবন্ধগাজা অভিযানে ৬০০ সেনা হারিয়েছে ইসরায়েল