আপনিও পড়তে পারেন ‘উল্টো থেকে’

শরণংকর বড়ুয়া | বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:২৩ পূর্বাহ্ণ

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক স্যারের ‘উল্টো থেকে’ বইটির দ্বিতীয় মুদ্রণ এবারের বই মেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে। বই মেলায় শৈলী প্রকাশন ১২ স্টলে পাওয়া যাচ্ছে। বইটি পড়তে তেমন কষ্ট হয়নি। কেননা ছোট্ট বই, ছোট্ট ছোট্ট লেখা সব। লেখনীতে প্রাণ ছিল। তবে স্যারের বই নিয়ে কিছু আলোকপাত করবো কোনোভাবেই সাহস করতে পারছি না। এই মহান ব্যক্তির চলন বলন এবং পদচারণা কতদূর পর্যন্ত গিয়ে ঠেকেছে তা আমি অনেক আগে থেকেই কিছু কিছু জানি, তাই ভয় হচ্ছে। তবুও লিখতে চেষ্টা করছি। বইটিতে ১৬ টি বিষয় নিয়ে খুব আলাদা আলাদা ঘটনা সুন্দর করে উপস্থাপন করেছেন। স্যার একজন খাঁটি রম্যলেখক। অতীত ও বর্তমানে যে পদগুলোতে ছিলেন এবং আছেন তার পাশাপাশি যদি একজন রম্যলেখক বা সাহিত্যিক হতেন তাহলে পাঠক সমাজ খুবই উপকৃত হতেন। কখনো বাস্তব ঘটনা খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন। কখনো পরামর্শ দিয়েছেন ও পরিকল্পনা গ্রহণ করার জন্য বলেছেন। যৌবনের বহু ঘটনাকে পাঠকের সামনে এনে হাসাতে চেষ্টা করেছেন। বার বার প্রেমের কৌশলগত কারণে হেরে গিয়ে ব্যর্থ হয়ে মনে কষ্ট পেয়েছেন। এখানেও বেশ মজার মজার কথা কাহিনি উপস্থাপন করেছেন। বিভিন্ন জায়গা ঘোরাঘুরির অভিজ্ঞতার বর্ণনা করছেন। অতীত ও বর্তমানে চলাফেরার রাস্তা ঘাট নিয়ে বলেছেন। দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, সন্তানদের ভর্তি, টিউশন, হাসপাতালে এবং ডাক্তারদের অবহেলা ও বাণিজ্য নিয়ে বলেছেন। সবই উল্টো থেকে। সব জায়গায় শুধু মনের উৎকণ্ঠা স্যারের লেখনীতে প্রকাশ পেয়েছে। পৃষ্ঠায় পৃষ্ঠায় ছবির চিত্রগুলো ভিন্ন মাত্রা এনেছেন। বইটি লেখনীর সাথে নামের দারুণ মিল খোঁজে পাওয়া যায়। বইয়ের প্রচ্ছদ নতুনত্ব এনেছে। সর্বোপরি ‘উল্টো থেকে’ বইয়ের নামকরণ বাংলা সাহিত্য জগতে সুন্দর ও অনন্য একটি নাম। জ্ঞানের ভাণ্ডার বইতে রয়েছে। এই বইতে গভীরভাবে চিন্তা করলে অনেক কিছু শিখার রয়েছে। পড়ে তৃপ্ত হলাম। বইটি প্রচার প্রসার লাভ করুক, সেটি আমরা চাই।

পূর্ববর্তী নিবন্ধপুরস্কার লেখককে উৎসাহিত করে
পরবর্তী নিবন্ধএকুশের দিনে