আপনার মাস্ক কই

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩০ নভেম্বর, ২০২০ at ৫:৫৬ পূর্বাহ্ণ

করোনো সংক্রমণের দ্বিতীয় ধাপে সাধারণ মানুষের মাস্ক পরা নিশ্চিত করতে প্রচার অভিযান চালিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল ‘আপনার মাস্ক কই’ নামে শিরোনামে নিউমার্কেট, স্টেশন রোড ও কোতোয়ালী মোড়ে এই অভিযান চালানো হয়। এ সময় মাস্ক পরতে উদ্বুদ্ধকরণের পাশাপাশি বিনামূল্যে এক হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আমরা সবার মাস্ক পরা নিশ্চিত করতে চাই। এ জন্য যারা মাস্ক পরেননি তাদের জিজ্ঞেস করছি ‘আপনার মাস্ক কই’। পাশাপাশি যারা মাস্ক পরেছেন তাদেরও বলছি মাস্ক না পরা ব্যক্তিদের একই প্রশ্ন করতে। আমরা সবাই এভাবে প্রশ্ন করলে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে পারব। পরবর্তীতে থানায় ‘নো মাস্ক, নো সার্ভিস’ নিশ্চিত করা হবে বলে জানান ওসি মহসীন।

পূর্ববর্তী নিবন্ধধানি জমির পাশে ইটভাটা
পরবর্তী নিবন্ধবান্দরবান-রাঙামাটিতে অস্ত্র ও গুলি উদ্ধার