আনোয়ারায় মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক স্মরণসভা

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২৫ জুলাই, ২০২১ at ১১:১৩ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘বঙ্গবন্ধু’ নামকরণের উদ্ভাবক ও ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি রেজাউল হক চৌধুরী মুশতাকের স্মরণে শোকসভায় বক্তারা বলেছেন, প্রচারবিমুখ বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক নিরবে মানুষের উপকার করে গেছেন। দেশ ও জাতির জন্য তাঁর অবদান অপরিসীম। গত বৃহস্পতিবার সকালে উপজেলার বন্দর বধ্যভূমিতে এর আয়োজন করে আনোয়ারা সাহিত্য পরিষদ-আসাপ।
সংগঠনের সভাপতি এইচ এম ফজল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ বন্দর উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী। প্রধান বক্তা ছিলেন লেখক-গবেষক জামাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, রাজস্থলী থানার ওসি মফজল আহমদ খান, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক ও ঢাকাস্থ আনোয়ারা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সংগঠক শহীদুল ইসলাম শহীদের স্বাগত বক্তব্যে শোকসভায় আরও বক্তব্য রাখেন ছড়াকার রফিক আহমদ খান, সাংবাদিক জাহাঙ্গীর আলম, কর্ণফুলী থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামচন্দ্র দাশ চন্দন, সংগঠক ছলিম আল আনোয়ার, সাংবাদিক মহিউদ্দিন মনজুর ও সংগঠক আসহাব উদ্দিন মালেকী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় দেশীয় অস্ত্রসহ ৪শ’ লিটার চোলাই মদ উদ্ধার
পরবর্তী নিবন্ধব্রিটেনে জালিয়াতির দায়ে বাংলাদেশি সমকামীর কারাদণ্ড