আনোয়ারায় এক লাখ ২৮ হাজার পিস ইয়াবাসহ আবদুল মান্নান (৪৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার গভীর রাতে রায়পুরা এলাকায় বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল জানিয়েছেন। গ্রেপ্তার মান্নান আনোয়ারা উপজেলার খোদ্দাগহিরা এলাকার মৃত ছালেহ আহম্মদের ছেলে।
র্যাব কর্মকর্তা নিয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মান্নানকে গ্রেপ্তারের পর তার দেখানো মতে ঘরের খাটের নিচ থেকে দুটি প্লাস্টিকের ব্যাগে রাখা ইয়াবা উদ্ধার করা হয়। মান্নান মিয়ানমার থেকে সাগরপথে ইয়াবা এনে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের কথা স্বীকার করেছেন।